আভিজাত্যের ক্রীতদাস
অরুণ কারফা


ওরা হাসে
ঠোঁটের কোণে
                   মৃদু ভঙ্গিমার আভাসে,
রজনীগন্ধা ছড়ালে বাতাসে
      হালকা স্নিগ্ধ সৌরভ তার,,,,,
হাসেনা সোঁদা সোঁদা গন্ধে,
প্রথম বর্ষায় মনের আনন্দে
মুখরিত করে দিগ দিগন্ত  
ভরিয়ে দিলে তা চারিধার।


ওরা গায়,
যখন পায়
স্বর্ণ চাঁপার মায়াবী গন্ধ
খুলে দিয়ে বন্ধ বাসার দ্বার;
সকাল বেলায় সোনালী আভায়
ছাইলে বাগান কানায় কানায়
উচ্চ শ্রেণীর যেখানে বাস,
          অথচ পায় না,
জানতেও চায় না
সহ্য করে কত যাতনা
কাঁঠালী চাঁপার ডিঙ্গিয়ে পাহাড়
কীভাবে আসে মিষ্টি সুবাস।


তাই মনে হয়
                     ভালবাসার নয়
ওদের মত লোকেরা
নিশ্চয়,
আভিজাত্যের চিরক্রীতদাস।