হার স্বীকার
অরুণ কারফা


যে হাসিতে অশ্রু ঝোরে
বিন্দু বিন্দু করে পড়ে,,,
              ঝর্ণাও তার কাছে হেরে
পাহাড়ের পা জড়িয়ে ধোরে
            বশ্যতা করে নেয় স্বীকার,
কেন না তাতে এক চিলতে
থাকে না গর্জন অথবা ভীষণ,
                  ভয় দেখানো হুংকার।


যে জন পাশে দাঁড়ায় এসে
বিপদ এলে ত্রাতার বেশে
দূর কোরে শোষণের অন্ধকার,  
        প্রিয় হলেও প্রেমিক আর,          
         মুগ্ধতায়  ভরা প্রেমিকার,  
দুধেলা জ্যোৎস্না পূর্ণিমার
রুগ্ন নদীতে ডেকেও জোয়ার
          দেরি করে না মেনে নিতে হার।