প্রেমের  পরীক্ষা
অরুণ কারফা


গনগনে সূর্য মাথার উপরে ঢালছে যখন সোনা অঝোরে ,
           শিয়রে তখন কাপড় ঢেকে
পায়ের সঙ্গে পায়ে তাল রেখে
                             পারবে কি পেরোতে আমার সাথে খাঁ খাঁ করা ধু ধু মরুভূমি,
     নাহলে বুঝব কী করে প্রিয়,
ভালবাসা দিয়েছ সত্যিই তুমি।


                            আর হ্যাঁ, আমি কিন্তু এগিয়ে যাব তখনও সমানে যাই হয়ে যাক সম্মুখ পানে ,
ঝরুক রক্ত বউক ঘামই।


       আবার, বরফের গায় রুপোলি শোভায়
পা যখন জমে যাচ্ছে ঠাণ্ডায়
বিমোহিত মন সন্ত্রস্ত যখন
                           এগোতে
হবে তখনও তেমন ,
                           এবার তোমায় ভাবতে হবে
এরপরেও কি রাখতে ধরে
প্রেমের জমি বুকে করে,
        শপথ নিয়ে বিপথে না গিয়ে
        আমার সঙ্গেই এগোবে তুমি
                       সে আশা বোধহয় ক্ষীণ আর কমই।