কর্মফল
অরুণ কারফা

প্রচেষ্টার অভাবে
কেউ কেউ ভাবে স্বপ্নের জোয়ারে ভেসে থেকে
জীবন যুদ্ধে না লড়ে
                               ইঁদুর দৌড়ে থাকবে টিকে,
আবার কেউ ভাবে কীভাবে দেবে ঘৃণার কাঁটা একটু একটু করে ভরে
অন্য লোকের চোখে, মুখে এবং বুকে
                     অনন্ত অপরিসীম সুখে,
তুলে আনতে কাঙ্খিত সোনালী ফল পৈশাচিক কোনো ছক এঁকে।

     ফলেরা আবার নানান বৈচিত্র্যে ভরা
     কিছু কিছু স্নিগ্ধ জ্যোৎস্নায় ধরা আলোকিত করা
আবার কিছু ফল নিশ্ছিদ্র নিথর নীরব প্রগাঢ় অমাবশ্যার মত অন্ধকারের হিমশীতলায় গড়া
            যে যেমন করে কর্ম
ফলাফল তার বোঝায় মর্ম। ।