নেতৃত্ব
অরুণ কারফা
আর বেশি নয়, বলব না হয় তার বিষয়,
একটু কিছুক্ষণ পরে
গল্পর ছলে সূত্র ধরে অল্প অল্প করে,
ধৈর্য ধরে
আগে না হয় বলেই নি অন্যদের কথা সবিস্তারে।
একই স্বপ্ন দেখেছিল সবাই শুয়ে থাকলেও ভিন্ন ভিন্ন ঘরে
যেহেতু, বাড়লেও প্রতিবাদের স্বর কমছিল তার পরিসর
বেশ ভুগছিল সবাই অজানা জ্বরে।
তাই, প্রথমে হয়ে সবাই জড়ো
ঢেউ তুলল বিরাট বড়
তারপর সাহস জুগিয়ে এগিয়ে গেল অনেক বেশি আরো
রাজপথের মাঝারে,
সেখানে ছিল অপেক্ষায় যারা সম্ভবতঃ তাদের দ্বারা
আলোচনা নয় দেখিয়ে ভয়
কাজ হলো না কিছুতেই যখন
এক নিশানায় করল শেষ সেই টগবগে প্রাণবন্ত জীবন
যে ছিল পুরোভাগে
যার কথা বলব বলেছিলাম একটু আগে।