চিকিৎসকের ইতিকথা
অরুণ কারফা

বলেছিল আসবে ফিরে
তাই, বেরিয়েছিল কথা রেখে বাসার থেকে
অনেক দূরে
জীবন যুদ্ধে এগিয়ে যেতে
মানব সেবার প্রতিযোগিতায়,
কিন্তু, এমন করেও হায়েনার ঘায়ে পথের ধারে, লক্ষ্য ভ্রষ্ট হয়ে কেউ ঘন আঁধারে জীবন হারায়
তখনও ভাবেনি সেই চিকিৎসক কখনোই দুঃস্বপ্নের বুকে।

তাই, স্বপ্ন দেখা হল না আর...
ছড়িয়ে থেকেও জন্য সবার
সমাজ মাঝে, যাতে কেউ না মরে এমন ভাবে তাদের কাজে
যেখানে কেউই নয় কার, জুলুম চলে মত্ত হায়েনার
এইসব সাত পাঁচ ভাবতে ভাবতে
এখন শুধুই মুক্তো খোঁজে সমুদ্র সৈকতে
আর, নেমে এলেই অন্ধকার
প্রতিবাদে হয় সোচ্চার বিচার পেতে।