শুরু হলো পথ চলা
অরুণ কারফা


দীর্ঘজীবি হও বলে সূর্য গেলে অস্তাচলে
               অক্লান্ত পরিশ্রম করে অগুন্তি তারা
               মিলিত প্রচেষ্টাতেও
পারল না করতে আকাশটাকে ঝলমলে।


নেমে এলো পৃথ্বীর বুকে নিকষ কালো অন্ধকার
নিশাচর তস্করদের সাথে পথিকৃৎ ভাস্করদের তর্ক বিতর্ক হল দেদার
                         হয়ত ছিল নয়ত ছিল না তার দরকার।


কিন্তু অদম্য ধ্রুব তারা,
পরের স্বার্থে এই সুজলাং সুফলাং মলয়জ শীতলাং পৃথিবীর বুকে - - - - - - - - জন্ম নিচ্ছে যারা আজও শোকার্ত হতে পরের দুঃখে দুমুঠো খাবার তুলে দিতে তাদের মুখে - -- - -
পথ দেখিয়ে প্রয়োজনের ক্ষণে নিয়ে এলো চন্দ্রমাকে নিশ্চুপ গগনে।


শুরু হলো প্রতিবাদীদের পথ চলা
প্রতিক্রিয়াশীলদের বিরুদ্ধে কথা বলা।