অপেক্ষা
অরুণ কারফা
একটা একলা মেঘ সঙ্গে যার সঙ্গী ছিল না
পেয়ে যাবে পার
এই ভেবেছিল দিয়েছিল হুংকার
যতক্ষণ না দেখল দাপট হাওয়ার ।
একলা মৌমাছি ভেবেছিল তার একাই গড়ে
তুলে সংসার
বানাবে সাজানো এক মৌচাক
কিন্তু, সময় দিলনা ফাঁক।
এক স্বাধীনচেতা সবুজ বাঁশ তলে গড়ে পান্থনিবাস
ভেবেছিল পাবে সগৌরবে
আশ্রিত ঝাঁক ঝাঁক রাজহাঁস
কিন্তু, না থাকায় ছায়া সেখানে
তা শুধু হল স্বপ্ন বিলাস।
এক স্বৈরাচারী দোর্দণ্ড নেতা ভেবেছিল গড়ে নির্ভরতা
শিরদাঁড়াহীন বাহিনীর 'পর
ভরবে বাক্সে সোনার মোহর
যতক্ষণ না লোকে হল মুখর।