আদিবাসী সভ্যতা
অরুণ কারফা
কীভাবে বলা যায় জানিনা একে....
এমন দুর্ভাগাও আছে প্রাণে জীবিত এত বেশি পরিমাণে, এখানে
তারা তো জানে না কত ভাগ্যবান না পাওয়ায় সভ্যতার দান।
না পাওয়ায় লোকচক্ষে মান
... যেখানে মনুষ্যত্ব পায় না যথাযথ সম্মান..
হচ্ছে ক্রমাগত সুসমৃদ্ধ সংস্কৃতির আলোর দীপ শিখা থেকে।
কিন্তু, অভাবে মুদ্রিত বই না পাওয়ায়
লোকমুখে সংস্কার ছড়িয়ে যাওয়ায়
আধুনিকতার জালে তালে তালে মিলিয়ে পা
না বয়ে যাওয়ায় গড্ডলিকাপ্রবাহে,
তারা হয়ত দাবদাহে পিছিয়ে পড়ছে সমাজ জীবনে শিক্ষিতের চোখে।
তবুও প্রশ্নটা থেকেই যায়
তথাকথিত সভ্যতার ঘায়ে,
মুখ থুবরে পড়লে আমরা, তখন আমাদের বাঁচাবে কে
আমরা কি তবে, সত্যিই নিরুপায়।