একলব্যর জয়
অরুণ কারফা


স্বপ্ন এঁকে সবুজ পাতায়
অবুঝ মন অস্থিরতায়
জাগছিল রাত শান্তশিষ্ট
                                 ঘুমন্ত বাগে,
      আকস্মিক এক ঝড়ের ঘায়ে
      জানত না তা পড়বে বিধায়
          বসন্ত জীবনে প্রবেশ করার আগে।


আসলে যেহেতু,
না থাকায় পর্যাপ্ত সামর্থ্য
ইচ্ছা থাকলেও পারিনি গোড়ায় ঢালতে সেদিন যথেষ্ট জল,
হয়ত তাই, দিকভ্রান্ত প্রেম
শেষ পর্যন্ত হল বিফল।


ব্যপারটা তবে খুলেই বলি;
আরো একজন একলব্যের মত অলক্ষ্যে হয়ে স্বশিক্ষিত
তার প্রতি ভালোবাসা
পেশ করেছিল সম্ভবতঃ।


কিন্তু কোনো দ্রোনাচার্য  
সিদ্ধ করতে পরাস্তর কার্য ,
না থাকায় কলিযুগে সেদিন,
জেতার আশা হল বিলীন।