রামকৃষ্ণ পোদ্দার
অরুণ কারফা


আমি চাই বা না চাই,
ভাবনা আমার মেনে নেয় হার পার্থিব কামনার কাছে ;


বসে বসে ভাবি একায়, নিয়োজিত হব মানব সেবায়....
করব খরচ কষ্টার্জিত রাশি,
কিন্তু যদি ভোলে জনগণ
কালক্রমে ফিকে হলে ক্ষণ,
অথবা স্মৃতির প্রহর কোনোদিন হলে বাসি!!!


তাই, এখন দিয়ে প্রাণ মন
আপন সেবায় ব্যস্ত ভীষণ;
আর জানতে ইচ্ছে করে, তা করে
কার কী হয় লাভ আখেরে?
উন্নতি না হওয়ায় সবার
রাজত্ব করি চুটিয়ে আমার,,,,
এক হাজার ধাঙ্গরের মাঝে
ঠিক যেন এক রামকৃষ্ণ পোদ্দার।