অসম প্রতিযোগিতা
অরুণ কারফা


দিনের কথা বলতে পারছি না,
তবে, রাত্রি অনেক করেছি যাপন
‌তোমার কথা ভেবে,
গুন গুন গেয়ে ফাগুন এলে
নীর্জনে পেয়ে হৃদয় খুলে
আপন করে নেবে।


     ঝাঁকে ঝাঁকে ভোমর যখন
     রাধা-প্রিয় শ্যামের মতন
বসন্ত এলেই দোল দিয়ে যায় বাগান ভর্তি ফুলের গায়,
                           তখন মনে হয় আমি কি তোমায়,,,,, পারব মিতে
     ওদের থেকে ছিনিয়ে নিতে ,
                            অসম প্রেমের
প্রতিযোগিতায়?


ওদের আছে ডানা দুখানা
যাতে ভর দিয়ে প্রেমীর হৃদয়ে
অবাধে করে আনাগোনা,
       আর, আমার থাকলেও কলম একখান
                     তা দিয়ে বেরোয় না এমন গান
মুর্ছিত হয়ে যার সুরে
থাকলেও কয়েক যোজন দূরে
                     অর্পণ করবে ধড় - মন - প্রাণ।