বৃথাই ঘুম ভাঙ্গালাম
অরুণ কারফা


ঐখানে সে আসত যেখানে _-_
সন্ধ্যা হলে কিছু দূর গেলে দেখতাম নদীর বাঁক,
আরতি করতে জোনাকির সাথে আসত আলোর ঝাঁক।


তার একটু পরে বাঁশের 'পরে
যেই উঠত চাঁদ আকাশ ফুঁড়ে,
দল বেঁধে জল খেতে এসে হাতি করত নিনাদ।


খানিক পরে জোরে জোরে দীর্ঘশ্বাসের আওয়াজ পেলে
বুঝতে পারতাম জেগে আছে সে পড়লেও কোলে নিশ্চিন্তে ঢলে।


উঠিয়ে দিতাম জোর করে তাকে অতিষ্ঠ হয়ে প্রেমের ডাকে..... এই ভেবে কী পরিনতি হবে ঘুমিয়ে পড়ে যদি এই ভাবে ভালবাসা আমার ডুব দিয়ে প্রেমে সময়াভাবে...


আর, এখন সে থাকতে চায় বসে _-_
যেখানে হয়েছে বাড়ি সারি সারি আকারে দৈত্যাকার,
আলোর মালায় চোখ ঝলসে যায়  আর,
অতি সহজেই জেগে থাকে নারী  ডাক না শুনে নিদ্রার।


হয়ত এখন বদলে গেছে প্রেমের ধরণ
যদিও মন,
মানতে চায় না এ পরিবর্তন। ।