নারীর অধিকার
অরুণ কারফা


এ বড্ড বালাই,,,,,,
      অর্ধাঙ্গিনীর অর্ধেক পেয়ে
      মন না উঠলে ছন্দে গেয়ে,
রূপের গান গেয়ে তার
না দিয়ে সমানাধিকার...
'ক্ষতি কী হয় পুরোটা চেয়ে'
      ঘুরপাক খায়  সেই চিন্তাই ।


শুধু কী তাই?
       কৃষ্ণ বরণ কাটিয়ে যখন
ফাটল দিয়ে দুধের মতন
মেঘ ঝরায় জ্যোৎস্নার আলো    
            তখন তাকে না বলে ভালো
মেঘের নামে কুৎসা রটাই।


ঠিক তেমনই ....
                    .....বানের জলে ভাসলে ঘর, ডর জাগিয়ে বৃষ্টির পর
কাছেপিঠে ভরসা দিতে না দেখতে পেলে চর....
      পলি মাটির অবদান ভুলে  
      কলি যুগে সবাই মিলে
বরুন দেবের পিণ্ডি চটকাই
             এভাবেই মনুষ্য জাতি
নতমস্তকে পরের প্রতি
   যার পর নাই কৃতজ্ঞতা জানাই।