তার স্মৃতি জড়ানো সেই বেলকনিতে সে দিন
একপা দু'পা করে পায়চারী করেছি-
একাকিত্বের অসহ্য ভারে চিহ্নিত সেই গ্রীলগুলো
আর্তচিৎকার করে বলেছিল-
তুমি পাষাণ হয়োনা!
ফিরে দাও আমার প্রেয়সীকে।
আমিও তাকে বলেছিলাম-
স্বার্থপর!
শুধু নিজের কথাই ভাবিস?
এটা আমার দীর্ঘ প্রতিজ্ঞার শেষ অবলম্বন।


বেলকনির মেঝেতে থাকা টাইলসগুলো
পদতলে সুঁড়সুঁড়ি করছিল।
আমি তাদেরকে অনলযুবার হুঙ্কারে
স্তব্ধ করেছি।
জানিয়ে দিয়েছি প্রিয়তমা শুধু আমার।