ঐ যে নদী
নদীর ডয়ার,
ঐ পারে এক গাঁ আছে।
নামটা কেমন
বলবো নাতো,
শুরুতে দুই 'লা' আছে।


কেমন মানুষ
বাস করে তায়,
তবুও কিছু মা আছে।
পদক দিতে
যে কাউকে
ওদের দু'টু 'পা' আছে।


ধমক দিতে
বলবে এসে
আমার কাছে 'দা' আছে।
আমিও বলি
ওদের ডাকে,
আমার কাছে 'না' আছে।


(লালারচক গ্রাম নিবেদিত।)