যাব ক্লাশ রুমে
চোখ পড়ে ঘুমে
পথে যাই থেমে।
ভেবে ভয় পাই
ক্লাশে কেমনে যাই
চোখে ঘুম তাই।
যদি তন্দ্রা আসে
আমি যাব ফেসে
রক্ষা করবে কিসে?
তাই ভেবে ফিরি
এক ভনিতা ধরি
যেতে হল দেরী।
আম্মা প্রশ্ন করে
ফিরে এলে কিরে?
দিলাম কত করে!
যেতে দেরী হল
তাই তুমি ই বল
আমার কিযে হল?