রুদ্রের প্রখরে, আলোকিত দিনে, পুলকিত মনে
যখন তোমার কথা ভাবি,


স্রষ্টা ওগো তুমি মোর পাইনা কিছু খোজে
তুমি কবির স্রষ্টা কবি।


মেঘের কালনীতে ছায়া পড়ে মাঠে
আনন্দে ভরে উঠে কৃষকের মন
তখনও ভাবি যত তোমার কথা
তোমার করুণা সম পাইনা কোন জন।


পথিকের পায়ের তালি ডাকে যেন তোরে
একি অপুর্ব খেলা তোমার,
কবির কবিতা ছন্দ, শিল্পির গান
পুলকিত করে মন আমার।


যে দিকে তাকাই শুধু তোমার করুণা
তুমিতো বিশ্বের সবি,
তোমায় নিয়ে কত ভাবল ভাবুক
লিখল কত কবিতা কবি।