মরুভূমি আর মাঠের পর মাঠ পেরিয়ে
যেন এক অজানা পথের যাত্রী,
ঘোর আধাঁরে ঢেকে গেল মরুমাঠ
কখন যেন নেমে এলো রাত্রি!


ঝিঁ ঝিঁ পোকার ডাকে, শিয়ালের হাঁকে,
শরীর শিউরে উঠে, মনে লাগে ভয়,
অন্ধকারে পথ ভূলে, অজানায় মন বলে,
কোথাও আশ্রয় নিলে কেমন হয়?


আশ্রয় খুঁঝতে প্রান্তের দিকে য্খন
দূর বেগে চলল দু'পা,
কে যেন ডাকে, হাতছানি দিয়ে
অদৃশ্য সব, মাথায়
চুলের চুলের খোপা।


ভাবি আর নেই পথ, যাব কোন দিকে
এতো মোরে পেয়ে গেল ভূত,
চিৎকার করব
প্রস্তুতি নিতে
বেরিয়ে গেল এক পথ।


সে পথে পদচারণায়
কিছুদূর গিয়ে
আটকা পড়ি এক সংকেত পেয়ে,
চিৎকার করি আমি সর্বশক্তি দিয়ে
পরক্ষণে দেখি আমি বিছানায় শুয়ে!