টান টান দুপুরে
পায়ে ভরা নুপুরে
যাচ্ছিল পুকুরে
বাহ! কী বাপুরে!!


আমি ছিনু ওপারে
ডাক দেই আপুরে
নিয়ে যাও আমারে
এতো সব কেপারে?


দেখলাম বাঁকা মূখ
কপালেতে দুই চোখ
তবু যেন নেই দুঃখ
বাঁকাতেও আসে সূখ।


বসা ছিলাম বট মূলে
আসল সে হাই তোলে
হাত ভরা ছিল ফুলে
টান দিয়ে নেই কোলে।


পরে দেখি কেউ নেই
আমি আছি যেই সেই।
নিচে আছে বিছানা
কোথা ছিলাম অজানা।