প্রথম বিশ্বযুদ্ধ
(অপর নাম - প্রথম
মহাযুদ্ধ) ১৯১৪
থেকে ১৯১৮ সালের
মধ্যে সংঘটিত হয়
এবং তখন পর্যন্ত
এটিই ছিল পৃথিবীর
সর্ববৃহৎ যুদ্ধ।
১৯১৪ সালের ২৮ জুন
বসনিয়ার রাজধানী
সারায়েভো শহরে
অস্ট্রিয়ার যুবরাজ
আর্কডিউক ফ্রানৎস
ফার্ডিনান্ড এক
সার্বিয়াবাসীর
গুলিতে নিহত হন।
অস্ট্রিয়া এ
হত্যাকাণ্ডের জন্য
সার্বিয়াকে দায়ী
করে এবং ওই বছরের
২৮ জুন সার্বিয়ার
বিরুদ্ধে যুদ্ধ
ঘোষণা করে। এ
যুদ্ধে দুদেশের বন্ধু
রাষ্ট্রগুলো ধীরে
ধীরে জড়িয়ে পড়ে।
এভাবে প্রথম
বিশ্বযুদ্ধের
(১৯১৪-১৯১৮)
সূচনা হয়।
তবে অস্ট্রিয়ার
যুবরাজ হত্যাকাণ্ডই
প্রথম বিশ্বযুদ্ধের
একমাত্র কারণ ছিল
না। উনিশ
শতকে শিল্পে
বিপ্লবের
কারণে সহজে
কাঁচামাল সংগ্রহ
এবং তৈরি পণ্য
বিক্রির জন্য
উপনিবেশ স্থাপনে
প্রতিযোগিতা এবং
আগের দ্বন্দ্ব-
সংঘাত ইত্যাদিও
প্রথম বিশ্ব যুদ্ধের
কারণ। প্রথম
বিশ্বযুদ্ধে একপক্ষে
ছিল অস্ট্রিয়া,
জার্মানি,
হাঙ্গেরি,
বুলগেরিয়া। যাদের
বলা হতো কেন্দ্রীয়
শক্তি। আর
অপরপক্ষে ছিল
সার্বিয়া, রাশিয়া,
ব্রিটেনে, ফ্রান্স,
জাপান, ইতালি ও
আমেরিকা। যাদের
বলা হতো
মিত্রশক্তি।