স্রোতের মাঝে থেমেছি অনেক
জলের পূন দেখা পাইনি কভূ
তেমনি একদিন চলে যাব আমি
বিদায় যদি দাওনা তবু।


প্রবল বাতাসে দাড়িয়েছি অনেক
পাইনি বাতাসের পূনদেখা,
চলে যাব আমি রেখে যাব শুধু
জীবনের বেশ কিছু লেখা।


জন্মের পর দেখেছি যাদের
অনেকের খুঁজ পাইনা এখন,
তেমনি আমি চলে যাব যবে
পাবেনা খুঁজে মোরে কোন জন।


গল্প শুনেছি দাদা ছিল মোর
আরো ছিল কত গুনীজন,
ওদের মত গল্পের নায়ক আমি
হতে দেরী নয় বেশিক্ষণ।


তাইতো আমি বিদায় কালে সবার কাছে বলি,
জীবন গড় এমন ভাবে
যেমন ফুলের কলি।


তোমার কাছে পড়ে থাকে যদি
আমার শেষ দেহখানা,
মায়ের কাছে পৌছে দিও মোরে
যদি থাকে তাঁর ঠিকানা।


মাসিক জগন্নাথপুর
জুন ২০১৩