খুজছে তোমায় গ্রামের মানুষ
খুঁজছে শহর লোকে,
সবার যেন তোমায় পাওয়ার
ইচ্ছে অনেক বুকে।


তোমায় দেখতে কৃষকেরা
ভিড় জমেছে মাঠে,
ছাত্ররা সব বই রেখেছে
মন বসেনা পাঠে।


শিশু-কিশোর জমছে মাঠে
দিচ্ছে উঁকি-ঝুঁকি,
তুমি কেন সবার চোখে
দিচ্ছো তবু ফাঁকি?


তোমায় পেলে আনন্দে সব
হবে আত্মহারা,
তবু কেন তুমি ডাকে
দিচ্ছো নাকো সাড়া?


তোমায় পেলে সবার যেন
মিটবে মনের সাধ,
জানি তুমি আর কেহ নয়
তুমি ঈ দের চাঁদ।