শীতের দিনে খেজুর রসে
হয় যে মজার পিঠা,
স্বাদ হয় ভিষণ যদি সাথে
থাকে দুধের মাঠা।


শীতের পিঠা খেতে মজা
সকাল বেলা উঠে,
কষ্ট ভীষন শীত সকালে
বস যদি পাঠে।


শীতের দিনে গ্রামে বনে
হরেক রকম পিঠা,
রসাল থাকে, ঝালক থাকে
আরো থাকে মিঠা।


বাংলাদেশের গ্রামের দৃশ্য
এমন থাকে শীতে,
সতেজ থাকে বন-বনানী
শিশির ঝরে প্রাতে।