চিকন কমর আর
স্বাভাবিক পেট,
বক্ষটা মসৃণ
যেন চকলেট।


অশ্রু সলিল যেন
টপকানো মোতি,
আধার কেটেও চলে
অক্ষির জ্যোতি।


অভিমানী ভঙ্গিতে
আড় চোখে দেখা,
কবির কবিতায় যেন
সোহাগিনী লেখা।


দীর্ঘ আর কালো কেশে
বাহারী সুবাস,
যে কেউ মুগ্ধ হয়ে
বলবে সাবাস।