আমার কিছু বসন্ত ছিল। বসন্তগুলো কপাল ফসকে পড়ে গেছে বহু আগে। এখন বুকের দরজায় কলিংবেল বাজলেই— প্যাচিয়ে ধরে কালো ফিতার মতো অন্ধকার। এখন অন্ধকার আমাকে উইশ করে। জড়িয়ে রাখে সমস্তসময়।  

এখন আমার পৃথিবী দাঁড়িয়ে আছে বাঁচার ঘোরে। আর আমার শহর দাঁড়িয়ে আছে দাবার ঘরে।  

আহা! বনগাঁওএ্যাক্সপ্রেস ছেড়ে যাচ্ছে বুকের ভেতর। শুধু আমি দাঁড়িয়ে আছি ক্যানিংটাউন।


২৭জুন ২০২০