অদৃশ্যের প্রতি অকৃত্রিম আস্থায়
প্রাণবন্ত এক অতি মানব আমি
ভোগ লালসার বিচারে অবিচল দৃঢ়তায়
প্রতিনিয়ত হত্যা করি সুপ্ত বাসনা
অন্ধকারে নিজেকে না হারিয়ে
সুন্দর আগামীর আলোক ছটায়
নিজেকে করি উদ্ভাসিত
স্বপ্নের ভুবনে ছড়াই বর্ণিল আভা
জগতে যা কিছু’ আছে ভালো
দূর করে যাই যত মন্দ আর কালো
পথ যত না হোক কণ্টক বন্ধুর
দৃঢ় হতে চাই তারা যত হোক নিষ্ঠুর
কল্পনার যত ফিকে বাস্তবতা
নিমেষেই ধ্বংস করি নিদারুণ কঠোরতা
পত্রঝরা বৃক্ষ কি ভাবিয়ে তুলে না ?
ঝরা পাতার মর্মর শব্দ কর্ণকুহরে পৌঁছায় না
বধির এ সমাজ অতি বধিরতায়
এক চোখে দেখে যায় নির্মম বাক হীনতায় ।