কল্পনার সব গুলো রঙ
একত্রিত করে
আমি সাজিয়েছি এ ভুবন।
বাতিলের বিষবৃক্ষ মূলোৎপাটন করে
অংকুরিত করেছি আমার স্বপন।
বিষবাষ্পে ভরা নষ্টের ভয়ানক শ্বাস
লোলুুপ দৃষ্টি ভরা অশুভের রক্তচক্ষু
পলক হীন চোখে করেছি শাসন।


অন্ধকারে লক্ষ্যহীন ঢিল ছোঁড়া নয়
নয় তো পুষ্পাবৃত বাসর
খাপ খোলা তলোয়ারের উদ্যত নিয়ে
নিজেকে আলোচিত করেছি বারংবার।
নিষ্পাপ এই সত্বার অন্দরে
সদ্যজাত ভাই-ব্যাক এর আনাগোনা
জীবনের যত চোরাগলি
রুদ্ধ করে ফিরি  হরেক বার।
অশুভের প্রেতাত্মা ঘুূরপাক খায়
ঘূর্ণি জলের আড়ালে ক্ষয়িত অনাগত ভবিষ্যত।
এত কিছুর পর আমি আজব মানব
যে কিনা ভাবে না তুমি আপন না পর।