সুন্দর আগামীর প্রত্যাশায়
প্রতিনিয়ত যুদ্ধ করে
দূষিত আত্বার সাথে
মন ও মননে
অবয়ব গড়নে
বিস্ফোরিত ভাবাবেগে
প্রতিবাদের ঝড় তুলে যায়,
অবিরত ক্ষয়ে ক্ষয়ে যায়
প্রতিবাদী মনটা অন্ধকারে হারায়।


ধার করা চন্দ্রালোকে
অপূর্ব বিষ্ফুরণে
পাপিষ্ট পৃথিবীটা দেখায়
তবুও ধুসর মলিন।
কাব্যলোকে জিহাদী ভাবে
শাণিত করা তীরধার
লক্ষ্যভ্রষ্ট হয় বারবার,
অশুভের কলুষ দানবেরা
গর্জে উঠে নব আভায়।
মৃত জ্বালামুখ  ও জ্বলে উঠে
ভাবিষ্ট শিষ্টের অঙ্গুলি হেলনে
নিয়তি হলো যে বিধিবাম
অদৃশ্যের দিকে অপলক দৃষ্টিতে  ক্লান্তি ভরা অশ্রু বদনে
ফ্যাল ফ্যাল চাহনিটা
প্রমানিত অসহায়
বিধি এ ধারা কেন রচিলে ধরায়।