কতটা সময় পেরিয়ে গিয়েছে
হিসেবতো রাখিনি কখনও
কতটা অনাদর অার অবহেলায়
কেটেছে শৈশব অামার
অামি এক পিতৃস্নেহহীন মানব
এখোনো কাটেনি ঘোর।


বাবা তুমি নেই বলে
কাটিয়েছি শত কষ্টের দিন,
শিখেছি যখন বুঝতে তোমায়
তোমার অাদর অার ভালবাসা,
অনুভবে যখন তোমার অানাগোনা,
তখনি কোন এক কালবৈশাখী ঝড়
তোমাকে করেছে পর।


হাহাকারে ভরা তৃষ্ণাত্ব হৃদয়
খুঁজে ফিরে তোমায়,
পিতৃস্নেহ অামার অধরাই রয়ে গেল।
কত ঘাত প্রতিঘাত সরিয়ে
পেরিয়েছি অনেকটা পথ,
তুমি নেই বলে
রুক্ষতায় ভরা ছিল সব।


এখনও তোমাকে অামি ভাবি
স্বপ্নে যে তোমায় অাঁকি
বাঁধি অামি কল্পনায় ঘর,
যেখানে শুধু ভালবাসা অার অাদর।


সময় গড়িয়ে যায়
পেছনে পড়ে থাকে সব স্মৃতি
চলি অামি একাকী পথ
গেয়ে যাই জীবনের গীতি।


তোমাকে হারানোর তেত্রিশ বছরে
ছোট এক বাবা অামাকে অালিঙ্গন করে,
তোমার নামে তারে অামি ডাকি
তার মাঝে অামি তোমাকেই অাঁকি।


তুমি কি ফিরে এসেছ অাবার?
তেত্রিশটা বছর পর।
অামাকে মুগ্ধ করো তুমি
অাবেগে অাপ্লুত করো
অালোকিত করো অামার ঘর।


প্রজন্ম এগিয়ে চলে সময়ের স্রোতে
পাওয়া না পাওয়ার মাঝে,
বাবা তুমি নেই বলে
মনটা অামার অাজো কাঁদে।