এ বিজয় আমার অহংকার
বিজয় আমার দ্রোহের
ছিনিয়ে এনেছি বিজয় ত্রাসের নরক হতে।
লক্ষ লক্ষ শহীদের রক্ত স্রোতের ধারা বয়ে
এ বিজয় এসেছে ঘরে
লাখো মা বোনের সম্ভ্রম এর বিনিময়ে।
এ বিজয় আমাদের অধিকার
বিজয় দিয়েছে মোদের স্বাধিকার
বিজয়ে লও বাঙ্গালী  অঙ্গীকার
সবুজ শ্যামল এই দেশ গড়ার।
আমার এ বিজয়ে গেঁথে আছে
লাখো লাখো মানুষের আর্তনাদের ধ্বনি
আমার এ বিজয়ে প্রোত্থিত আছে
গাঁয়ের পর গাঁয়ে আগুনের ঝলকানি।
হায়েনারা এসেছিল তান্ডবে মেতেছিল
দোসররা তাতে দিয়েছিল মসলা-তেল
স্বাধীন বাংলায় তারা আজো ঘুরছে দেদারছে
ক্ষমতালোভীদের মাথায় ভেঙ্গে বেল।
আমার এ বিজয় ছিল স্বপ্নীল
মুক্তির আনন্দ আর স্বাধীনতার ছোয়ায়
রক্তের হলি খেলা পশুদের পিছে ফেলে
স্বপ্ন বাস্তবায়নের প্রত্যয়ে
দেশ গড়ার অঙ্গীকারে
কোটি প্রাণের উচ্ছাসে
হারিয়ে যাওয়া বাস্তবতা আর
লাখো মানুষের হৃদয়ের জ্বালা ভুলে
দূর্বার গতিতে এগিয়ে যাওয়া এক স্বপ্ন পুরুষ
বিজয়  তুমি আমাদের অহংকার।
তোমার চারপাশে ঘিরে থাকা অক্টোপাস গুলো
তোমাকে গ্রাস করে মোহে ফেলে
অবিরল ক্ষমার ঝুড়ি খুলে চারপাশের ষড়যন্ত্র ভুলে
এতটাই কোমলতা ধারণ করেছ বলে
স্বপরিবারে বিলীন হলে
সেই থেকে মোদের এই স্বপ্নের বিজয়
হারিয়ে গেল আজ অবধি ধোঁয়াশার আড়ালে ।
এখনো প্রতিদিন সূর্য উঠে, ভোর হয় ,
দিন গড়িয়ে গোধূলীর পরে রাত্রি হয়,
কিন্তু
কোটি মানুষের মনে আঁকা  বিজয়
লাখো শহীদ আর নারীর সম্ভ্রম হারিয়ে
হাজারো কষ্টের শত শত স্বপ্ন
আজও বাস্তবায়িত হয় না ।
মুক্ত প্রাণ আজো মুক্তি খোাঁজে বিজয়ের তরে।