এ কেমন ভালোবাসা
মিছে আশা, মিছে বাসা
দুরে থেকেও কাছে আসা,
মুখে নেই কোন ভাষা ।
তবুও আমি মিছে মিছে
ঘুরে ফিরে কাছে এসে
বেদনায় বারেবারে
কাতর হই অকাতরে
নাহি বাঁধিলে আমায় বাহু ডোরে।


করুন আবেদনে সিক্ত নাহি হও তুমি,
আকাশের পানে চেয়ে তারায় আমি চুমি।
অপেক্ষায় আছি দিবানিশি
আসিবে ধরায় তুমি ভেবে খুশি
নিদ্রাহীন এ দু নয়ন আমার,
ভেবে দেখো রক্তিম আভায়
রাঙ্গায়ে রেখেছি অনাদি কাল।
কাল হতে কালান্তরে
যুগপথ পথ চলে
চলা শেষে বেলা ডুবে
আঁধারে হারায় যত বেদনার হাসি,
শুণ্য হাতে আমি বারেবার ফিরে আসি।


ওগো মোর পথ চলার সাথী
ভেবে ছিলাম আবার আসিবে ফিরে,
আমারই মন্দিরে।
সুখ যত বয়ে যাবে দক্ষিণা সমীরণে
আমার হৃদয়ের যত অলি গলি কোনে,
বাসন্তী ফুলটা রেখেছি তুলে
সযতনে আমারই দেবীর আসনে।


নিভৃতে কখোনো ধরায় এসে
দুর হতে হলেও ভালোবেসে,
পদধুলি দিও আমারই মন্দিরে,
বিপ্রতীপ ভালোবাসায় ।
ওগো পুজারিণী মিনতি আমার ।