বৈশাখ এলোরে, গেল চৈতালী হাওয়া
মনে মনে গান গাই  উদাসী গাওয়া
হেলে দোলে মন চলে প্রকৃতির পানে
উদাসী মনটা আজ কোন সুর টানে।


এলোমেলো ক্ষণে আজ খুশির মাতম
বৈশাখী ডামাডোলে করি প্রিতি ভোজন
এলে তুমি ধরাতে সুখালয় ভরাতে
হাসি কল্লোলে মরি  দূ:খ যত সরাতে।


শুধে নেই অনাচার শপথে আবার
আজি শুভ ক্ষণে নতুনত্তের বরণে
করি আলিঙ্গন, সত্যই  অবলম্বন
স্মরি যে তোমায় সদা শতত জীবনে।


অবিচার সরায়ে এসো তুমি ধরায়
জীবনটা ভরে দাও কানায় কানায়।