অন্ধকারে জন্ম হলো অনিষ্টতে বাস
দিন গড়িয়ে পক্ষ পেরিয়ে যায় চলে যায় মাস
আজ অবধি আছি বেঁচে জন্ম যেথায় হলো
বাঁচতে হলে হিংস্র হতে হয় নেইতো অন্য আলো।


লোভে যদি পাপ  হয়ে যায়  দূ:খ কিইবা তাতে
পেটের দায়ে হন্য হয়ে শিকার ধরি প্রাতে
আনমনাতে হিংস্র হয়ে হইযে আরো পশু
এ যে আমার জন্ম স্বভাব  নয়তো অন্য কিছু


তোমরা মানব হয়ে দানব আজো দিশেহারা
কিসের টানে মরিচীকার পানে ছুুটছো পাগলপারা
বিবেক খাটাও আঁখি খুলো  খুলো মনের দ্বার
আর হবে না বনের পশু করো অঙ্গীকার।