তুমি আমার চোখের তারায়
দেখো তোমার ছবি
জানো কিনা তাইগো তুমি
আমার ভুবন রবি।


যেদিন তুমি ধরায় এলে
সুখ সমুদ্র  সম শান্তি মিলে
আলোকিত হলো ভুবন
পেলাম তো তাই নতুন জীবন।


জীবনটা যে তুচ্ছ করে
বিলিয়ে দেবো তোমার তরে
তোমার যত হাসি কান্না
আমায় প্রবল ভর যে করে।


ওগো আমার প্রাণ প্রিয়
ভরিয়ে দিলে আমার গৃহ
তোমার যত  ছোটাছুটি
ধরবে না কেউ চেপে টুটি।


তুমি কি জানো তুমিই আলো
আমার জীবনের সবটুকু ভালো
আঁধার পথের যত কালো
দূর হয়ে আজ শুভ এলো।


হারিয়ে যেও যখন খুশি
নিত্য প্রহর দিবানিশি
চোখের তারায় লুকিয়ে থেকো
তোমার চোখে আমায়ও রেখো।


একমাত্র পুত্র সন্তান আমার চোখের পানে চেয়ে যখন অবলীলায় বলে
” বাবার চোখে বাবুকে দেখতে পাচ্ছি” সেই অনুভূতি থেকে লেখা।