গঙ্গা তুমি কাঁদো কেন
কিসের তোমার অভাব
ভাটির টানে বয়ে চলো
এইতো তোমার স্বভাব।


স্বভাব রুদ্ধ করে তোমার
করলো যারা নিষ্প্রাণ
এই ধরাতে রচবেনাকো তাদের
সত্যিকারের জয়গান।


বয়ে চলা অঝোর ধারায়
চিরে মাটির বুক
দু’কুল বয়ে সভ্য গড়ো
তাতেই তোমার সুখ।


তোমার বুকে গড়ে যারা
ইট পাথরের সুরকি
ভাঙ্গবে তাদের অহমিকা
দেখার সময় তেমন দূর কী ?


ভালবাসার অতল জলে
ভাঙ্গলো যারা ঢেউ
তাদের তরে বাণ ভাসালে
রক্ষা পাবে কি কেউ?


কেঁদো না গো গঙ্গা তুমি
তোমায় আমরা সবাই চুমি
তোমায় পেলাম এই তো বেশী
ধন্য আমার জন্মভূমি।