জীবন হলো কুয়াসাছন্ন দুর্বাঘাস
জীবন হলো বেঁচে থাকার মিথ্যে আশ্বাস
বাস্তবতার নিরিখে চেনা যায় যে জীবন
অবহেলায় অপমানে দুর্বিসহ সে জীবন
মানুষ কেন এত বাঁচতে চায়?
জীবনের মাঝে মানুষ এত কি খুঁজে পায়
শুধু বেঁচে থাকাই হয় যদি সার্থক
তাহলে সে জীবন হবে নিরর্থক
একটি জীবন একটি সুন্দর মনের জন্য
সুন্দর জীবনের বেঁচে থাকা হবে ধন্য
অনাবিল সুখে ভরে থাকে ুযে জীবন
দূখের ¯্রােতে কূল পায় না একদিন সে জীবন
ভালোলাগা ভালবাসায় ভরে আছে যে জীবন
আনন্দ আর অশ্রæ নিয়ে পরিপূর্ণ হবে একদিন সে জীবন
জীবন উৎসর্গ হোক মানব হিত কাজে
খ্যাতি নিয়ে বাঁচবে নিত্য নূতন সাজে
জীবনের প্রতিটি ক্ষণ প্রতিটি প্রহর
রেখোনা পানসে করে জীবন ও নিথর
ধূর্ত জীবনের সকল অপকর্ম সকল অবসাদ
সত্য পথে ব্রত জীবনকে যেন না করে আঘাত
বিস্তীর্ণ গগনে নিস্তদ্ধতার ধ্যানে মত্ত যে জীবন
কাব্য সাধনা হয় সে জীবনের আপন
জীবনের ডোারে বাঁধতে চায় যারে নিবিড়ে
ধরা দেয় না সে একাত্ততায় জীবনেরই শিবিরে
জীবনের যবনিকা ঘটে যখন এ ধরাতে
অন্য জীবন আসে তখন বিদায়ের   দূ:খ সরাতে
অগনিত জীবন অগনিত রূপ
হবেনাকো সব জীবনের একই রূপ।