আমরা হতাশ হয়ে যাই
যখন দেখি চারপাশে উইপোকার ঢিবি
যে দিকে যাই যেথায় তাকাই
সমাজের দেশের প্রতিটি রন্দ্রে রন্দ্রে
ভরে গেছে ভাল মানুষ রুপি চোরের দল।


জাতি গড়ার শিক্ষা খাতে দেখি
মানোন্নয়ন হয়েছে বলে দাবী করা হয়
বলা হয় সফলতা শতভাগ
নকল বন্ধ হয়েছে, বলি কি আর নকলের জরুরত আছে
অর্থ সরবরাহ করে যদি জিপিএ  পাঁচ পাওয়া যায়
কোথায় শিক্ষা প্রশাসন কোথায় সংস্কারক
সরষের ভেতর তো ভুতের আনাগোনা পাই
এ দেশ ও জাতির কি হবে জানিনা
ছাত্রের মা-বাবা অর্থ ব্যয় করে ছেলের সোনালী ভবিষ্যত ক্রয়ে
বিপন্ন মানসিকতা
ছেলেগুলো দেশকে কি দেবে
জাতির আগামীটা অন্ধকার
দেশটা চোরদের অভয়ারণ্য হয়ে  গেছে।


স্বাধীনতার চেতনায় যদি বলি
মুক্তিযোদ্বাদের সম্মান দেখাতে গিয়ে
স্মারক হতে মোরা করি সোনা চুরি
আমরা তো ছিচকে চোর নই
ভুয়া সনদে চাকরী নিয়ে স্বপনে মুক্তিযোদ্ধা হই ।
ভাতা দেয়া হচ্ছে ভালো হচ্ছে
সন্তানরা চাকরী পাচ্ছে ঢের ভালো হচ্ছে
কিন্তু ভুয়া তালিকা আর কয়দিন চলবে
এখনো হাজারো প্রকৃত মুক্তিযোদ্ধা আধপেটা রয়
সমাজে শত  বঞ্চনার শিকার ও তারা হয়।


গতির জনকের স্বপ্নগুলো কি হলো চুরি ?
আমাদের মত দেশপ্রেমি দের মুখে ফুটে শুধু কথার ফুলঝুরি
ভেবে অবাক হই
কিভাবে দিতে পারি ধোঁকা, নাই কি মোদের লাজ
কথায় কথায় মিথ্যে বলি
স্বপ্ন বাস্তবায়নের তরে নেই মিছে সাজ।
ধিক্কার নিজেকে দেই শতত
আমরা যে বড় ধোঁকা বাজ, মিছে বলি অবিরত।


উন্নয়নের নামে করি যত পুকুর চুরি
ভেবে কি দেখেছি কভু
যাদের অর্থ মেরে খাই তারাই তো মোদের প্রভু
সততার সাথে যারা আজ করে কর পরিশোধ
তারা কি করেছিল আজ কোন দোষ
রাস্তাঘাট,ব্রীজ, স্কুল, হাসপাতাল নির্মাণে আমরা নন্দ ঘোষ
নিজের পকেটটা আজ নির্লজ্জের মতো করবো কতো ভারী
স্বভাবটা যে আজ রাজনীতি তে মহামারী।
আমরাই শাসক আমরাই শোষক
আমরাই তোষক আমরাই পোষক
শঠতা, ধোঁকাবাজি আর সন্ত্রাস করি লালন
শিষ্টের দমন করে করি দুষ্টের পালন।
পুলিশ সেজে চোর হয়ে ঘুরি
জনকের স্বপ্নগুলো হলো যে আজ চুরি।


যাদের করা হলো নিয়োগ শান্তি রক্ষায়
তারা আজ আক্রান্ত দূর্বোধ্য ব্যাধিতে
তারাই ধরে তারাই মারে
আপোষে এলে আবার পকেটে ভরে
দলিতরে দলে নিবিড় নীল নকশায়
দন্ডিতরে পালে প্রটোকল আর সুরক্ষায়
অতি উৎসাহী আর  অসৎ সাহসীরা
পদ আর পোশাকের দাপটে
নিরবে করে যায় যত অন্যায়
টাকার পাহাড় গড়ে অবলীলায়
সময়ে এতটা বিধ্বংসী হয়ে উঠে তারা
মান জ্ঞান আর বিবেককে করে সারা
অস্পর্শীয় হয়ে  উঠে  অগোচরে
অধরার যখন হয় বনেদি পতন
আমরাই তারে করি পরম যতন
সুবিধা ভোগীর দল মোরা যতসব
যতদিন যায় তত শয়তানেরা হয় প্রসব।


ক্ষত গুলো আরও গভীর ক্ষতে পরিণত হয়
নতুন করে আক্রান্ত হয় যুবারা
বেদনার  অনুভূতি গুলো ধীরে ধীরে ভোতা হয়
নির্লজ্জ যত চোখের চাহনি
ফ্যাকাশে বদন গুলো হয়ে উঠে নিদারুণ বীভৎস
অনাচারে টইটম্বুর সমাজ
বিচারের আকুতি বিদীর্ণ হয় আকাশে বাতাসে
বাতিলের শক্তির তোড়ে ক্ষত বিক্ষত হয় ন্যায় বিচার
অর্থ আর প্রাচুর্যে, ক্ষমতা আর দাপটে
ধরাশায়ী হয়ে উঠে গন প্রজাতন্ত্র  যন্ত্র
মালিকানা যাদের বলে শাস্ত্রে দাবি করা হয়
মালিকদের অধিকার আছ সম্পূর্ণ লুণ্ঠিত হয়
কুক্ষিগত হয় যত অধিকার
দূর্বলেরা করে শুধু গগন বিদারী চিৎকার।
জনকের স্বপ্ন আজ  আম জনতার দিবা ঘুমে
দূ:স্বপ্নে ধরা দেয় প্রকট
জাতির আজ কেন জানি বড় সংকট
তুমি  আসো  ফিরে বাংলায় আবার
সময় এখন আজ নতুন স্বপ্ন দেখাবার।