আরেকটা  যুদ্ধ হবে
যুদ্ধে যেতে হবে তবে
সেনাপতি বলছে প্রস্তুত হও
সৈনিকের  মনোবল কম
ঢাল নেই, তলোয়ার নেই
আছে শুধু ভয়, তবু করতে হবে জয়
সেনাপতি অবিচল, দৃঢ় চেতা
তিনি আবার তেলবাজ ও নেতা
রসদের মজুদ আছে
আনুষঙ্গিক সবই আছে
সেনাপতির গলাবাজি ও আছে
সৈনিক দের তবু ভয়
সম্মুখ সমরে যাওয়ার এইতো সময়
সৈনিকের হাতে গোলা নেই
নিজেকে রক্ষার পোশাক নেই
অন্তরে ভালোবাসা নেই
অজুহাতের ও অভাব নেই
শুধু প্রস্তুতি আর প্রস্তুতি
আশার বাণীতে সন্তুষ্টি
যুদ্ধক্ষেত্রে লুকোচুরি
পরাজয়ের উঁকিঝুঁকি
ঝরে যায় প্রাণ
মরেও না পায় মান
শংকার আলো ছায়ায়
স্তম্ভিত স্বদেশ।


এমন তো হওয়ার কথা ছিল না
সময়ের আগে চলতে হয়
এদেশ যে ছিলো মুক্ত
অবহেলায় হলো যুক্ত
বিষ্ফোরণের আগে
দেশ মাতৃকায় ছড়িয়ে পড়া রোধে
সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল না।
অবিষ্ফোরিত কিছু গ্রেনেড
মুখোশের আড়ালে ছেড়ে দেয়া হলো
ছড়িয়ে ছিটিয়ে গেলো সারাদেশ
সমন্বয়ে আটকানো যেতো
সমন্বয়হীনতার বড় অভাব।


তথ্যের লুকোচুরি
বিবৃতি, বিবৃতি, বিবৃতির ফুলঝুরি
বলা হলো মুখোশধারীরা
যে যার ঘরে থাকো
বার বার বলা হলো
যে যার ঘরে থাকো
কে শুনে কার কথা
নির্দিষ্ট স্থান দিয়ে ঢুকে পড়া
জীবানুর গ্রেনেড
ছড়িয়ে গেলো সীমার পরে।
সাগরে মুক্তো খোঁজার আদেশ এলো
সারা দেশে তল্লাশী শুরু হলো।


বড্ড বেশী দেরি হয়ে গেলো
সেনাপতি!
গ্রেনেডের নীরব বিস্ফোরণ
অবাধ সংক্রমণ
অদৃশ্য শত্রুর নাভিশ্বাস আস্ফালন
ব্যতিব্যস্ত প্রশাসন, বন্দী স্বদেশ।


মেরুদন্ডে চিড় ধরেছে
অর্থনীতির চাকায় জং ধরেছে
ঘরে ঘরে ক্ষুধার হাহাকার
যুদ্ধে যেতে হবে
ক্ষুধার যুদ্ধে প্রান্তিকেরা দূর্বার
দলে দলে ঘর ছেড়ে এলো বুঝি।


গ্রেনেডের সবাক বিষ্ফোরণ
পরিস্থিতি ভয়ানক
অগণিত লাশ রাস্তা-ঘাটে
শিয়াল কুকুরেরা ভিড় করে
চোখে কারো অশ্রু নেই
অন্তরে প্রেম নেই
প্রিয়জনে মায়াও নেই
সৈনিকের  মনোবল নেই
মনের ঘরে ভয় ঢুকে গেছে
ভয়ে তাদের জয় হয়েছে
নৈতিকতা হেরে গেছে।


অদৃশ্যের দিকে তুলি দু'হাত
ডাকি তারে করি ফরিয়াদ
মুক্তিদাও, শক্তি দাও
মানবতার জয় হোক
হোক শুদ্ধের আবির্ভাব।