বিচ্যুত মানবিকতার ছলে
লালন করি নিষ্ঠুর পাশবিকতা
বোধের স্কেল শুণ্য করে চলি
অংকুরিত করি বীজ শঠতার।
নির্মমতার খোলসে ঢেকে
দূর্বার ধেয়ে চলি ভীষণ অরাজকতায়।
লাগামহীন ঘুড়ির সুতো
জোড়া দিয়ে করি অতি দীর্ঘ,
নাটাই টা অনেকটা হাত ছাড়া
দুষ্ট চক্রের মোহের বলয়ে
বদ চিন্তার বিষাক্ত কালো ধোঁয়া
চারপাশের বাতাসটা শুধু ভারী করে
শ্বাস রুদ্ধ করে হয়েছে বিবেকশূণ্য।
যতটুকু প্রাণ আছে, ছাড়ে হতাশার দীর্ঘশ্বাস
হাস্যকর হয়ে থাকে বাতিলের সব মিথ্যে আশ্বাস।
বিপন্ন বিবেক ধারীরা অস্তিত্বের লড়াইয়ে
শহীদ হয় প্রতিনিয়ত
কুশীলবের ঝাণ্ডা আরো উদ্বেলিত হয়
পত পত করে উড়ে নিশান
ক্ষতটা হতে থাকে আরো বিক্ষত।