ক্লান্ত চোখ গুলোতে বুঝি
কোন অলসতা নেই
চোখের পাতা ঝাপটিয়ে বলে
আমি আছি আদি হতে
জেগে  আছি অবিরাম
নিশীথের আঁধারে জোছনা হয়ে
রাতের আকাশে তারার প্রদীপে।
লজ্জাবতীর লতার মতন
মৃদু স্পর্শে আমি কাতর হই
বিষাদের ক্ষণে আমি
রোদনে বৃষ্টি হয়ে ঝরি
সাগরের নোনা জলের টানে
আমি চলি বহমান নদী।
পাথরের গা ঘেঁষে
চপলা ঝর্ণা হয়ে চলি
পাহাড়ের বেদনার অশ্রু হয়ে
নিজেরে বিসর্জনে ভাবি
একই পথে চলি শুধু অকাতরে।
মিলনের সুখ খুঁজে খুঁজে
একাকী চলে গেল জীবন
আবছা আলোয় ঝাপসা দেখি
চোখের ক্লান্তিতে ডুবে গেলো মন।