ভ্রান্ত কথা বলি আমি
যখন সূর্য দিবাযামী,
ভোরের আলোয় আলোকিত মন
প্রহর জুড়ে দেখি কি যে ক্ষণ
লোভের  ত্রাসে শংকা জাগে
আমজনতা  ভিক্ষা মাগে।
একটু খানি সুখের নীড়ে
যেতে চায় যে মন জগত ভিড়ে,
ধুলোয় মিশে শত আশা
চোখের জলে স্বপ্ন ভাসা।
স্রোতের টানে ভাসিয়ে নিয়ে
কোন নরকে থামবে গিয়ে,
অনিশ্চিতের ভাবনা দোলায়
দিন চলে য়ায় ঠেলায় ফেলায়
কত প্রদীপ গেল নিভে
লোভের রাজ্যে ত্রাসের ভিড়ে।