মায়ের কথায় মায়ের ব্যথায়
কেন ব্যাকুল হই
ওগো আমার মা জননী
তোমায় দরদ কই ।


মিছে ভাবি মিছে আঁকি
তোমার রূপের ছবি
তোমার  ছায়ায় মন জুড়ায়ে
তোমার তরে মরি।


দিবালোকে আছো মাগো
তোমায় খুঁজে না পাই
আমার দু’চোখ অন্ধ বলে
জগতটা যে বৃথাই।


দিবানিশি তোমার কথা
আমার কর্ণে বাজে
আমার যত সুখের স্মৃতি
তোমায় দিয়ে সাজে।


তুমি আছো অন্তরেতে
গহীন যেথায় খাদ
তোমার তরে আমার যত
সুখ হাসি আর আহ্লাদ।


মাগো তুমি জনম ভরে
দাওনা কেন আদর
তোমার তরে মুড়িয়ে দেব
সুখের যত চাদর।

তোমার হাতের পরশ পেতে
অধীর থাকে মন
তোমার ছায়ার ছোঁয়ায় কাটুক
আমার সকল প্রহর অণু ক্ষণ।


মাগো তুমি আমার ভুবন
আঁধার রাতের তারা
তুমি হীনা জগতটা মোর
নি:স্ব হয়ে হবো সর্বহারা।