কাননে ফুল নেই
ভ্রমর ছুটছে দিগ্বিদিক অশান্ত দিশেহারা
অন্তরে  ভালবাসা নেই
মানবতা লুণ্ঠিত আজ মনুষ্যত্ব পাগলপারা।
জ্বালাময় ভাবাবেগ,পুড়ে বিষের বাণে
জগতে হারালো প্রেম ছুটে মোহ পানে
মলয়ে  সুঘ্রাণ নেই
ছটফট প্রাণ ছুটে ছাড়িবার প্রশ্বাস
ভুরি ভুরি জমা থাকে মিথ্যে আশ্বাস
বাতিলের যত গুণ যত কলাকৌশল
ভুমিষ্ট এ চরাচরে শয়তানের ফসল।


আমি চুপ, তুমি চুপ
সে চুপ, তারা চুপ
চুপ করে আছে, বিশ্ব বিবেক
ধ্বংসের দ্বারপ্রান্তে এলো এসে দাঁড়ায়ে
তোমার-আমার প্রাণের স্বদেশ।