ঘন অরণ্য বিস্তির্ণ পাহাড়
মাঝে মাঝে সরু পথ
পড়ন্ত বিকেলের সেই সোনালী রোদ,
ঘটনা প্রবাহে মোর জেগে গেলো ক্রোধ।
তুমি আর যে কে? কাঁধে হাত  দিয়ে
চলেছো নির্জনে একে অপরকে নিয়ে,
পিছে ফেলে এলে সঙ্গী সথীদের।
কোন বাঁধা নেই নির্জন পথ
জানিনা দুজনে করেছ কি শপথ।
কিসের আশায় কোন দূর্বলতায়
দুজনে চলে গেলে এই নির্জনতায়,
কত আদর আর কত মধুর আলিঙ্গন
কখনও যেন না হয় এই যুগলের ভাঙ্গন।


প্রভু তুমি দেখিতেছ সব,
তাদের কোলাহলে থেমে গেছে পাখির কলরব
ঝর্ণা থামেনি থেমে গেছে তার চলার ছন্দ
কামনা করি তোমাদের মাঝে যেন না হয় দ্বন্ধ,
বিলিয়ে দিচ্ছ তুমি যেভাবে যৌবনের সৌরভ
দেখবে নিমিষে গুড়ে যাবে তোমার সব গৌরব।
ঐ পাহাড়, ঐ নির্জন পথ, ঐ বিকেল বেলা,
এই আছো তুমি. এই আছে সে, নেই শুধু প্রেম খেলা।
মিথ্যে হবে সব স্মৃতি, মিথ্যে হবে সব স্বপন
তখন অবেলায় মোরে মনে হবে বড় আপন
তবু প্রার্থনা করি যেন তা না হয়,
তাইতো সত্য বলতে তোমার বড় বেশী ভয়।
যাহা সত্য তাহা কাঁপন কন্ঠে হলেও আমি বলি
তুমি আঘাত পাবে তাইতো দূরে দূরে চলি,
জীবনে এই দিনটি যেন আর ফিরে না আসে
আমার ছবি তোমার চোখে আর যেন  না ভাসে।


আমি হারিয়ে গিয়েছি নীল আকাশের তারার মাঝে
আমার আবির্ভাব হবে ধরণীতে প্রত্যহ সাঁঝে,
তবুও তুমি খুঁজে পাবে না আমায়
তোমার হৃদয়ের তিয়াসী বাসনায়
ভাঙ্গবে তুমি বুঝবে আমায়
যেচেছিলাম প্রেম শুধু যে তোমায়
পাইনি মন শুধু বাড়িয়েছ মোহ
পরিশেষে মোরে করেছ যে হেয়
তবুও আমি তৃপ্ত তবুও সুখী শান্ত
তুমি অতৃপ্ত তুমিই দিকভ্রান্ত,
আমি জয়ী,আমি জগত শ্রেষ্ঠ,
তুমি পরাজিতা, তুমিই পথভ্রষ্ট,
তুমি ভিখারীণী, তুমি সর্বহারা,
তোমার তরে আমি আজ
দূর আকাশের তারা ।