অবেলায় কেন ডাক মোরে
বেঁধে রেখোনা আমায় আর আাঁখি ডোরে
ওগো প্রিয়তমা
বুঝেও তুমি কেন বুঝনা
শুনেও তো তুমি মোরে শুধাও না
এ কেমন খেলা, কেমনি তোমার হেলা
আজ অবেলায় ভাসিও না তোমার ভেলা ।


আমি রোদ্রস্নাত ক্লাত এক পথিক
অযথা ঘুরে ফিরি দি¦গবিদিক
নাহি হাসি নাহি গান
নাহি কোন পিছুটান
অযথা মায়ার বাঁধনে বেঁধোনা আমায়
অবেলায় আপন করিতে পারিবোনা যে তোমায় ।


কখোনও কোন মেঠো পথে
নগ্ন পায়ে ধুলি মলিন দেহে
যদি হয় দেখা তবে ভাবিও না
দেখিবে,আমি তখনও রয়েছি একা ।
এ যে মোর প্রেম জেনে রেখো সখা
হয়তো হবে না কোন দিন দেখা
তবুও
আমার এ অবুঝ মনের সাধনার প্রেম
ডাকিবেনা তোমা ওগো প্রিয়তমা।