যেখানে গেঁথে আছে আমার প্রাণ
নিয়নের বাতি জ্বলা শহরে
সেখানে কি শকুনেরা উড়ে বেড়ায়
তালের পাখায় ভর করে।


যেখানে পথ চলা চঞ্চল
ধেয়ে চলা সময়ের অস্থির শহরে
সেখানে কি হায়েনারা দৌঁড়ায়
খণ্ডিত মাংসের রক্ত ভেজা উদরে।


যেখানে কোলাহল দিন-রাত
রাত জাগা পাখির শহরে
সেখানে কি সুখ নামে রাতে
ক্ষুধার্ত আত্মায় অরুচির ঢেঁকুরে।


যেখানে উৎকণ্ঠা দেহে-মনে প্রতিক্ষণ
অনিশ্চিয়তা ভরা ত্রাসের শহরে
সেখানে কি নিশ্চিন্ত ঘুমের রাত আসে
আগামীর সূর্যটা মিলে ধুসর প্রহরে।

যেখানে লোকেরা মেপে হাসে
দূ:খ ভোলার মায়ার শহরে
সেখানে রমণীরা উচ্ছল বসনে
দিবা নিশি চলে নিজের প্রকাশে।


যেখানে আমি থাকি আমারই আড়ালে
ছলনার মায়া জড়ানো দূ:সহ শহরে
সেখানে আজো বেঁচে আছে প্রাণ
ভালবাসা আছে বলে মায়ায় জড়ালে।