কেন আজি ফিরে বারবার
এসেছো দুয়ারে আমার,
রিক্ত হস্তে দাঁড়িয়ে কী দেবে আমায় ?
আছেই বা কী দেয়ার তোমার
ভাবনায় ভেবে শ্বরি
শংকায় ডুবে মরি
কেনই বা আবার এলে ফিরে
আমারই শুণ্য ঘরে
জীর্ণ আমি, শীর্ণ আমি
চূর্ণ হয়ে পূণ্য কামি, নিত্য আমি ।


কোন কালে হবে দেখা
ভাবনায় গল্প লেখা
এলোকেশী চুল তোমার
পবনে দোলায হৃদয়ে আমার।
ডাঙ্গর চোখে তোমার নোঙর ফেলে
ভিড়বো আমি আঁখি জলে।


কোমল পায়ে দূর্বাঘাসে
শিশির ভেঙ্গে সূর্য হাসে,
তুমি বসবে আমার পাশে
সূর্যমূখী তাইতো হাসে,
কোাকিল ডাকে কুহু তালে
নদীর জলে আয়না টলে
কোন সে মাঝি ধীরে বহে
কণ্যা কুমারী কলসি ভরে।
গাঁযের পথে বেত বাগানে
বেতুল দোলে লোলুপ চোখে,
তেতুল গাছের জোড়া থোকা
জিভ ভিজিয়ে বানায় যে বোকা ।


তাইতো আমি গল্প লেখি
ভাবনাতে স্বপ্ন দেখি
তোমায় নিয়ে দোসর হয়ে
মিছে মিছে ছবি আঁকি
মেলে দেখো তোমার আাঁখি
আজ অবধি অপেক্ষায় আছি।