প্রেয়সী
একি তোমার আচরণ
কেন এত অবহেলা
এত অনাদর আর এত অভিমান
নিমিষ এত রাগ এত অনুরাগ
কেন এত অপমান
আমি যে অনুভূতি হীন
যতটুকু প্রতিক্রিয়া
সবই শুধু ডায়েরী র পাতায়
তোমার চোখে চোখ রাখা
সে যে কল্পনার অতীত
আমার লাজুক চোখ
ভাবলেশহীন মুখ
আমার অবয়ব আমার চাহনি
সবই ইতিহাসের পাতা
নীরবে কথা কয়ে যায়
ভাববার অবকাশ নেই আমার
আম শুধু দেখে যাই
শুনে যাই অবিরাম
সহি যাই নীরবে
বহে যাই অঝোরে


প্রেয়সী
ভুল বুঝো না আমায়
অন্য সব ঘাতকের মত
আমার রক্তে নেই নেশার বিষ
কাছে নেওয়ার তীব্র অনুভূতি
আমাকে কখনও গ্রাস করে না
লোভ লালসা আমাকে জড়ায় না
আমাতে নেই অবহেলা
আছে আদর আছে ভালবাসা
এই বাসা তোমাকে আবেগে জড়ায় না
মোহের টানে আবিষ্ট করে না
শুধু বেসে যায় নীরবে
গভীর হতে গভীরে
যার নাগাল তুমি প্ওানি
পাব্ওেনা হয়তো
তারর্পও প্রেয়সী
আমি আছি আমারই মতন
তোমাকে আমি প্রতিনিয়ত র্স্পশ করি
আলিঙ্গন করি আর আদর করি
কিন্তু  আমার অনভিবে আসে না
আমার এই অদৃশ্য ছোঁয়া
আর অনুভুতি হীন আদর
তোমারতো ক্ষতি করে  না
অন্য সব নরের মতো
আমাকে তুলনা করোনা
তাদরে ঐ বিষাক্ত কীট আমার মাঝে নেই
নরপিশাচের ঐ তীক্ষ্ণ ছোবল
ঐ লোলুপ দৃষ্টি
আর কামনার বিষাক্ত বাণ
আমি লালন করি না
আমাতে প্রশ্রয় নেই
আছে সভ্যতা সুন্দর আর সভ্যতার আশ্রয়
আমি সহজে ভেঙ্গে পড়ি না
আর সহজে ভাঙ্গিও না
আদরে আর যতনে
আমি শতছিন্নতাকে একত্রিত করি
বিন্দু বিন্দু করে আমি জড়ো করি সম্পর্ক
আমার সম্পর্ক বালির বাঁধ নয়
মৃদু মন্দ কোন ঢেউ
বা ফাগুনের মাতাল হ্ওায়া
অথবা কালবৈশাখীর রুদ্র মূর্তি
সবকিছ’তেই আমি দূর্বার দুর্জেয়
আমাকে জয় করতে পারে  শুধু একজন
প্রেয়সী
প্রেয়সী আমার ,একান্তই প্রেয়সী আমার।