কতটা আবেগ জড়ানো রক্ত বিন্দু
গড়িয়ে পড়ে কচি আঙ্গুলের ডগা বেয়ে
সদ্য কেনা চকচকে নিডলের তীক্ষè ফোটা টিপ
কতটা ভালোবাসা নিয়ে বিঁধলে
মোহ নিয়ে রক্তের ¯্রােতধারা বহে
আলতার আল্পনা সমেত শিল্পীর চোখ
কেন জানি অবেলায় ম্লান হয়ে আসে।
হৃদয়ে বহমান ভালোবাসার রক্তে স্রোত
দূর্বার ধেয়ে চলে বারংবার
কোন এক নির্দিষ্ট গন্ডিতে চেনা পথে।
ক’ফোটা ঝরিয়েছি, হিসেবের খাতাটা
আজ ধুসর মলিন, পড়ি আবছা চোখে
জৈব বৃক্ষাদির মন্ডে গড়া শুভ্র আয়নায়
ঝরে পড়া এক ফোটা রক্ত বিন্দুর আভা
কিভাবে তোলে ঝড় হৃদয় মন্দিরে?
আধা পেটে খেয়ে পরে মোটা চালে তৃপ্ত হয়ে
লাল পাড়, মোটা শাড়ী নির্লোভ বসনে
সিক্ত নয়নে রিক্ত করবে না মোরে
ওহে সখা নীরবে তোমার আমার প্রেম
অংকুরে গেল মরে।